এবার একেবারেই নতুন রূপে টেলিভিশনের দর্শকের জন্য হাজির হতে যাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। 'ভাই' নামে নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে তাকে নতুন রূপে দেখা যাবে। গোলাম রাব্বানীর রচনায় 'ভাই' ধারাবাহিকটি নির্মাণ করবেন জাহিদ হাসান নিজেই। এ নাটকে দুই যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। একই সঙ্গে বেশ কিছু নতুন লুকে নানা সময়ে নাটকে উপস্থিত থাকবেন তিনি। জাহিদ হাসান নাটকটি নিয়ে বলেন, 'আমি আসলে চেয়েছিলাম আমার একটি নতুন ইমেজ তৈরি করতে। এতদিন পর্দায় দর্শক যে জাহিদ হাসানকে দেখে এসেছেন তার থেকে বের হয়ে আমি নতুন ভাবে নিজেকে উপস্থিত করতে চেয়েছি।