এবারের বিশ্ব নারী দিবসে একটু আলাদাই ছিলেন রাখি সাওয়ান্ত। অন্য নারীরা যখন নানা বক্তৃতা দিতে ব্যস্ত, রাখি সাওয়ান্ত নিজের স্টাইলেই উদযাপন করলেন নিজের নারী দিবস। নারী দিবসে ডাস্টবিনে রাখি। সকাল ৮টায় নিজের ফ্ল্যাট থেকে বেরিয়েই বাঁশিতে ফুঁ দিলেন তিনি। আর সঙ্গে সঙ্গে আশপাশ থেকে জোগাড় হয়ে গেল আট থেকে দশজন লোক। রাখি বলে কথা, রাখির ডাকে সাড়া না দিয়ে কি আর পারা যায়! হলোও তাই। একডজন লোক নিয়ে রাখি চললেন পাড়ায় পাড়ায়। সোজা চলে গেলেন মুম্বাইয়ের ডাস্টবিনে, বস্তি এলাকায়। শুরু করলেন উপহার প্রদান। উপহারের লিস্টে ছিল জামাকাপড়, খাবার-দাবার আর ডাস্টবিন!