টেক্সাসের অ্যাকশন ড্যান্স স্টুডিওতে কোরিওগ্রাফারের কাছে শুক্রবার দুই ঘণ্টা নাচের তালিম নিয়েছেন তরুণ পপতারকা জাস্টিন বিবার এবং তার প্রেমিকা ও পপতারকা সেলেনা গোমেজ। ব্যাং শোবিজ জানায়, ৭ মার্চ টেক্সাসে একসঙ্গে সময় কাটায় ওই সেলিব্রেটি জুটি। সকালের নাস্তা এবং কেনাকাটার পর তারা দুজনে নাচ শিখতে যান। তারা অ্যাকশন ড্যান্স স্টুডিওর কোরিওগ্রাফারের কাছে নাচের তালিম নেন। ২০১০ সাল থেকে চলে আসছে বর্তমানে ২০ বছর বয়সী বিবার এবং ২১ বছর বয়সী সেলেনার সম্পর্ক। এরমধ্যে বেশ কয়েকবার তাদের ছাড়াছাড়ি হয়েছে। তবে বারবারই একে অপরের কাছে ফিরে গেছেন তারা।