চলচ্চিত্র জগতে একজন নায়িকা অন্য নায়িকার প্রশংসা করেন না এমনটাই শোনা যায়। কিন্তু দীপিকা পাডুকোন এক্ষেত্রে সত্যিই আলাদা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'কুইন' দেখে দীপিকার হাস্যোজ্জ্বল মন্তব্য, 'কুইন' দেখতে দেখতে তার নাকি কঙ্গনার ওপর রীতিমতো ঈর্ষা হচ্ছিল৷ তার মনে হয়েছে, এই ছবিতে কঙ্গনা রানাওয়াত অসাধারণ অভিনয় করেছেন।
গত ৭ মার্চ মুক্তি পেয়েছে 'কুইন'। দর্শক থেকে শুরু করে সমালোচক পর্যন্ত সকলের প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। অবশ্য এর গল্পটিতেও বেশ বৈচিত্র্য রয়েছে। গল্পটি হলো: একজন নারী মধুচন্দ্রিমা উদযাপন করতে একাই ঘুরতে গেছেন আর এই যাত্রার মধ্যে দিয়ে তিনি নিজের অস্তিত্বকে খুঁজে পান।