নগ্ন ছবি তুলে মিডিয়ার ফোকাসে থাকার অভ্যাস রিহানার জন্য নতুন কিছু নয়। জনপ্রিয় এই মার্কিন মডেল ও পপতারকা আবারও টপলেস অবস্থায় হাজির হয়ে মিডিয়ায় ঝড় তুলেছেন। নতুন পোস্ট করা এ ছবিতে রিহানার মাথায় শোভা পাচ্ছিল একটি সূর্য টুপি। জ্বলন্ত সিগারেটের ধোঁয়ায় তার মুখমণ্ডল আচ্ছন্ন হয়ে আছে। একটি বাড়ির ছাদে এভাবেই ক্যামেরার সামনে ধরা দেন মার্কিন এই পপতারকা। ছবিতে ২৬ বছর বয়সী বারবাডিয়ান এই শিল্পীর বুকের একটি অংশ জাঁকালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পত্রিকার ক্যাপশনে বলা হয়েছে- আমি বাড়ির ছাদকে আরও আকর্ষণীয় করার জন্য এসেছি! ছেলেরা দ্রুত কর, এখন গ্রীষ্মের সময়।