পরিচালক আর বাল্কির ছবিতে অভিনয় করতে চলেছেন করণ জোহর, রাকেশ ওম প্রকাশ মহেরা, অনুরাগ বসু, গৌরি শিন্ডে, রাজকুমার হিরানি। তবে অন্য চরিত্রে নয়, ছবিতে এদের দেখা যাবে নিজেদের চরিত্রেই অভিনয় করতে।
পাঁচ পরিচালকের সিনেমা নিয়ে বেশ উৎসাহী বাল্কি। চলছে ছবির ফাইনাল চিত্রনাট্য লেখার কাজ।