এক সাংবাদিকের প্রশ্নে জয় বাচ্চন এতটাই রেগে গিয়েছিলেন যে তার কলার ধরে বসলেন। অমিতাভ বাচ্চনের স্বাস্থ্য নিয়েই প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক, তার তাতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন জয়া।
বিটাউনে অনেক দিক ধরেই গুজব চলছিল বিগ বি নাকি অন্ত্রের ইনফেকশনের শিকার হয়েছেন, যা ক্যানসার হতে পারে। খবরে এমনও তথ্য ছিল যে এই কারনেই অমিতাভ বচ্চন বেশ কিছু ডাক্তারের সঙ্গে যোগাযোগও করেছন।
আর এই গুজব নিয়েই জয়াকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। জয়া বাচ্চনের রাগ দেখে অবশ্য নিজের প্রশ্ন বদলের চেষ্টা করেছিলেন ওই সাংবাদিক, কিন্তু জয়া এতটাই রেগেছিলেন যে অন্য আর কোন প্রশ্নের উত্তরই দিলেন না।