গুলি লাগার পরে মারা যাচ্ছেন নাটকের এ রকম দৃশ্যে অভিনয় করার সময় অভিনেতা মাহমুদ আল-শাওয়ালকার সংলাপ হিসেবে বলার কথা ছিল, ‘আমি চাই তুমি তোমার খালি হাত দুটো দিয়ে আমাকে সমাহিত কর।’ কিন্তু তিনি বললেন, 'আমার মনে হচ্ছে আমি শীঘ্রই মারা যাচ্ছি।' সবাই মনে করেছিল ভুল সংলাপ বলেছেন অভিনেতা। কিন্তু ওই কথাটিই ছিল চিরসত্য, অভিনেতার জীবনের শেষবাক্য।
টেলিভিশন সিরিজ ব্লাড ব্রাদার্সে অভিনয় করতে গিয়ে পাণ্ডুলিপি অনুসারে সংলাপ না বলায় আল-শাওয়ালকার মতো অভিজ্ঞ অভিনেতা ভুল সংলাপ বলছেন ভেবে অবাক হন উপস্থিত অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। কিন্তু এ দৃশ্যে অভিনয় করতে করতেই সহকর্মীদের স্তব্ধ করে ক্যামেরার সামনেই মৃত্যুবরণ করেন আল-শাওয়ালকা। জর্ডানের রাজধানী আম্মানে নাটকটির দৃশ্য ধারণ করা হচ্ছিল।
৫৫ বছর বয়সী মাহমুদ আল-শাওয়ালকা মধ্যপ্রাচ্যের একজন খ্যাতিমান অভিনেতা। বিশেষ করে ঐতিহাসিক নাটকে অভিনয়ের জন্য তিনি ভীষণ জনপ্রিয়।
হঠাৎ করে কি কারণে এই অভিনেতার মৃত্যু হলো তা এখনও জানা যায়নি। তবে কারণ জানতে অনুসন্ধান করা হচ্ছে। সূত্র : দ্য ডেইলি মিরর