‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ এর পুরস্কার প্রদান করা হবে শনিবার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২’ ঘোষণা করে সরকার।
চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের চব্বিশটি ক্ষেত্রে তেইশ জন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী এ পুরস্কার পাচ্ছেন।
‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য ২০১২ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন প্রায়ত হুমায়ুন আহমেদ। মোট ৮টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে এই চলচ্চিত্র।
প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন শাকিব খান (খোদার পরে মা) ও জয়া আহসান (চোরাবালি)।
এবার আজীবন সম্মাননা পাচ্ছেন খলিল উল্লাহ খান। শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ফরিদুর রেজা সাগর (উত্তরের সুর)।
এ ছাড়া শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন সাহা (ঘেটুপুত্র কমলা), পার্শ্ব চরিত্রে এটিএম শামসুজ্জামান (চোরাবালি), খল চরিত্রে শহীদুজ্জামান সেলিম (চোরাবালি), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন (ঘেটুপুত্র কমলা), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মেঘলা (উত্তরের সুর), শেষ্ঠ কাহিনীকার শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর), শ্রেষ্ঠ চিত্র নাট্যকার হুমায়ূন আহমেদ (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা, গানের কথা- মা তুমি আমার আগে যেওনা গো মরে...), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে, গানের কথা- যখন তাকে দেখেছি...), শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা গানের কথা- মা তুমি আমার আগে যেওনা গো মরে), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা, গানের কথা- আয়নারে ও আমার আধার রাতের আয়না....), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক ছলিম উল্লাহ ছলি (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলমতর ও উত্তমগুহ (রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান (ঘেটুপুত্র কমলা) ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এসএম মাঈনুদ্দিন ফুয়াদ (ঘেটুপুত্র কমলা)।