অভিনেতা রওনক হাসান অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবে বেশ সমাদৃত। কিন্তু নির্মাণেও তার ঝোঁক রয়েছে। তাই তো ২০০৪ সালে নির্মাণ করেন নাটক 'তোমাতেই'। এরপর দীর্ঘ বিরতি শেষে ২০১২ সালে নির্মাণ করেন টেলিফিল্ম 'রচি মম ফাল্গুনী'। এবার তিনি একসঙ্গে একটি নাটক এবং একটি টেলিফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তার নাটকের নাম 'সাদাকালো'। আর টেলিফিল্মের নাম 'কহো কইন্যা কবুল'।
রওনক হাসান বলেন, 'পরিকল্পনা করেছি নির্মাণের। সপ্তাহখানেকের মধ্যে সব চূড়ান্ত হবে।'
রওনক হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনয় নিয়ে। ঈদে সুমন আনোয়ারের 'মন তার সংশয়', পারভেজ আমিনের 'কেবলই দৃশ্যের জন্ম হয়' এবং মোহাম্মদ আশিকুর রহমানের 'উলট পালট' নাটকে তাকে দেখা যাবে।