কিছুদিন আগে ঢাকায় শুটিং করে গেছেন কলকাতার অভিনয়শিল্পী অঙ্কুশ এবং শুভশ্রী। সেই ছবিরই প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন তারা। আগামী ১৫ মে প্রিমিয়ার শো। কিন্তু অঙ্কুশ-শুভশ্রী আসবেন ১৪ মে। পরদিন বেলা ১১টা ৩০ মিনিটে প্রিমিয়ারে অংশ নেবেন। অনন্য মামুন ও অশোক পতি পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনার 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবির প্রিমিয়ার শো শেষেই আবার কলকাতা চলে যাবেন তারা। কারণ, বিকালে কলকাতায় একই ছবির দ্বিতীয় প্রিমিয়ার। বাংলাদেশের ৮০টি এবং ওপার বাংলার ১৯০টি সিনেমা হলে ১৬ মে ছবিটি মুক্তি পাবে।