নায়করাজ-পুত্র বাপ্পারাজ পরিচালকের খাতায় নাম লেখান চলতি বছর। নির্মাণ করেন 'কার্তুজ' চলচ্চিত্র। এটির কাজ শেষ না হতেই দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন তিনি। তার এবারের চলচ্চিত্রের শিরোনাম 'জঙ্গি'। আন্ডারওয়ার্ল্ডের ঘটনা নিয়ে অ্যাকশন-নির্ভর এই চলচ্চিত্রের নির্মাণকাজ শীঘ্রই শুরু করবেন তিনি। পাশাপাশি এতে অভিনয়ও করবেন। সঙ্গে থাকবেন ছোট ভাই সম্রাট। বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে পারেন নায়করাজ। দুটো চলচ্চিত্রেরই পাণ্ডুলিপি ছটকু আহমেদের। বাপ্পারাজ জানান, 'কার্তুজ'র সম্পাদনা চলছে। এর দুটো গান চিত্রায়ণ বাকি রয়েছে। ২৫ মে থেকে গানের শুটিং শুরু হবে। ঈদে মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে এই চলচ্চিত্রটির।