এক-দুই ঘণ্টা নয়, দীর্ঘ সাত ঘণ্টা পানির নিচে ছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 'এক ভিলেন' ছবির গানের শুটিংয়ের জন্য তাকে এ পরিশ্রম করতে হয়েছে। শুটিং হয় মরিশাসের সমুদ্রসৈকতে। গানের দৃশ্যে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গানের শুটিংয়ে সাত ঘণ্টা পানির নিচে ছিলেন। মাঝেমধ্যে অল্প সময়ের জন্য উপরে ওঠে এসেছেন। শুটিংয়ের আগে পানির নিচে থাকার জন্য দুজনকেই বিশেষ অনুশীলন করতে হয়েছে। গানের দৃশ্যে অক্সিজেন মাস্ক ছাড়াই তাদের দেখা যাবে। ড্রাইভিংয়ের প্রশিক্ষণ থাকায় বেঁচে গেছেন শ্রদ্ধা। কিন্তু বিপদে পড়েছিলেন সিদ্ধার্থ। বেচারার ভালোই কষ্ট হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি।