এবার পর্দায় আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী' নাটকের 'নন্দিনী' চরিত্রটি। সঙ্গে থাকবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ বক্সি'। কি গোলমেলে ঠেকছে! হ্যাঁ একটু গোলমেলে বিষয়ই। এই দুই চরিত্রকে একসঙ্গে পর্দায় উপস্থাপন করছেন নির্মাতা শৈবাল মিত্র। ছবির গল্প ব্যোমকেশ সিরিজের 'শজারুর কাঁটা'র গল্প অবলম্বনে হলেও নায়িকার চরিত্র তিনি নির্মাণ করছেন রবিঠাকুরের
নাটক 'রক্তকরবী'র 'নন্দিনী'র আদলে। আর এ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলবেন কঙ্কনা সেন শর্মা। রুপালি পর্দায় এর আগেও রবীন্দ্রনাথের চরিত্রের রূপায়ণ ঘটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। 'শেষের কবিতা'র কাদম্বরী হওয়ার সুযোগ ঘটেছিল তার।