মদ্যপানের বিজ্ঞাপনে অভিনয় করার অভিযোগে আদালতের নোটিশ পেলেন বলিউড কিং শাহরুখ খান, অজয় দেবগণ, সাইফ আলি খান, মনোজ বাজপেয়ী৷ শুক্রবার মধ্যপ্রদেশ উচ্চ আদালত নোটিশ পাঠায় এই চার বলিউড অভিনেতাকে৷
মধ্যপ্রদেশে জনসমক্ষে মদ্যপান বা মদ বিক্রি আইনত দণ্ডণীয় অপরাধ৷ অভিনেতাদের প্রতি অভিযোগ এই বিধি জানা সত্ত্বেও মাদকদ্রব্য পানকে উসকে দিয়ে অভিনেতা বিজ্ঞাপনে ব্যস্ত৷ নোটিশ অনুযায়ী, সোমবার গোওয়ালিয়ার আদালতে হাজির হতে হবে এই চার অভিনেতাকে৷ - ওয়েবসাইট।