অনেক জল্পনা-কল্পনা শেষে বি-টাউনের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কটা যখন আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে, ঠিক তখনই ঝগড়া থেকে হাতাহাতি পর্যন্ত করে বসল দু'জনে। আর রণবীর-ক্যাটের এ হাতাহাতির কারণ হৃতিক রোশন।
জিনিউজের খবরে দাবি করা হয়েছে, হূতিক রোশনের প্রসঙ্গ নিয়েই ঘটে গেছে এই দুজনের মধ্যে তুলকালাম কাণ্ড। ‘জাগগা জাসুস’ ছবিতে রণবীরের করা একটি স্টান্টকে বিগ ব্যাং ছবির হূতিকের সঙ্গে তুলনা করেন ক্যাটরিনা। আর তাতেই রক্ত মাথায় চড়ে যায় রণবীরের। হূতিকের সঙ্গে তুলনা মোটেই সহজভাবে নিতে পারেননি তিনি। ব্যস লেগে গেল দু'জনের। ঝগড়া দিয়ে শুরু করে শেষ পর্যন্ত হাতাহাতিই করে বসলেন আলোচিত এ প্রেমিক জুটি। অনেকে বলছেন, এই জুটির খুনসুটির খবর তো প্রায়ই শোনা যায়, তবে গায়ে হাত তোলার মতো ঘটনা এর আগে কখনো শোনা যায়নি। এর শেষ কোথায় তা নিয়েও দুঃশ্চিন্তায় আছেন রণবীর-ক্যাটের শুভাকাঙ্খিরা।
এদিকে রণবীরের ঘনিষ্ঠরা বলছেন, হূতিক-সুজানের সংসার ভেঙে যাওয়ার সময় ক্যাটরিনার সঙ্গে হূতিকের ঘনিষ্ঠতার বিষয়টিও সহজভাবে মেনে নিতে পারছেন না রণবীর। এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই দু'জনের মধ্যে এক ধরণের কমপ্লেক্স কাজ করছিল। বর্তমানে ক্যাটরিনা ও হূতিক মিলে ‘বিগ ব্যাং’ ছবিতে কাজ করছেন।