পুরোদমে শুটিং চলছে শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র 'ছুঁয়ে দিলে মন'-এর। সিলেটের বিভিন্ন অঞ্চলে চলচ্চিত্রটির শুটিং চলছে। পুরোপুরি রোমান্টিক স্বাদের এ ছবিতে জুটি বেঁধেছেন আরেফিন শুভ এবং জাকিয়া বারী মম। শুভকে বলা হচ্ছে বাংলাদেশি চলচ্চিত্রের পরবর্তী সুপারস্টার। সঙ্গে মমকে নিয়েও আশাবাদী অনেকে। পাশাপাশি শিহাব শাহীনের সুন্দর নির্মাণের প্রত্যাশা সবার। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে 'ছুঁয়ে দিলে মন' বাংলাদেশের নতুন স্বাদের অন্যরকম একটি প্রেমের ছবি হবে। ছবির একটি দৃশ্যে এভাবেই প্রেমের মুহূর্ত তৈরি করেন শুভ-মম।