প্রথমবারের মতো অভিনেত্রী মিথিলার সঙ্গে অভিনয় করলেন নিলয়। 'শুভপ্রাপ্তি' নামের একক নাটকে দেখা যাবে তাদের। নাটকটি যৌথভাবে লিখেছেন দাউদ হোসাইন রনি ও শারমিন জয়া। দৃকের ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস।
নাটকে নিলয়ের চরিত্রের নাম শুভ আর মিথিলার নাম প্রাপ্তি। মিথিলা শুভর প্রেমিকা। কিন্তু বোহেমিয়ান মনোভাবের কারণে আরও দুটি মেয়ের সঙ্গে শুভর পরিচয় হয়। একসময় প্রাপ্তির বিয়ে ঠিক হয়। শুভ তার কাছে ফিরতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আজ শনিবার রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আগামীকালও এর কাজ হবে। জানা গেছে, আগামী রোজার ঈদে বাংলাভিশনে প্রচার হবে এটি।
নিলয় বললেন, মিথিলা আপা অনেক সহায়তাপ্রবণ। আজ সকাল থেকে কাজ করছি আমরা। নাটকের গল্পের সঙ্গে এখনকার তরুণ-তরুণীরা নিজেদের সম্পৃক্ত করতে পারবেন সহজে।