দক্ষ মেয়ে ছাড়া মার্কেটিং চলে না এই অজুহাতে সাদাসিধে স্বভাবের রুদ্রর চাকরিটা একদিন হঠাৎ চলে গেলে দিশাহারা হয়ে পড়ে সে। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় লিসা। যতদিন চাকরি না হয় রুদ্রকে সব ধরনের সাপোর্ট দেওয়ার প্রতিজ্ঞাও করে। এমনি রোমাঞ্চকর এক গল্প নিয়ে নির্মিত হলো নাটক মায়া-মোহ অথবা প্রেম। মাহমুদ দিদার পরিচালিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্ষা। আরও আছেন নিশো, জহির উদ্দিন পিয়ার। নাটকটি আসন্ন ঈদের জন্য নির্মিত হয়েছে।