আদালত পাড়া নয়, অনন্যাকে এবার দেখা যাবে অডিওপাড়ায়। সাবেক স্বামী সঙ্গীতশিল্পী আরেফিন রুমির বিরুদ্ধে মামলা করে প্রায় দেড় বছর আদালত পাড়ার উঠোন মাড়িয়েছেন অনন্যা। শেষ পর্যন্ত সমঝোতা হওয়ায় অনেকটা হাঁফ ছেড়ে বাঁচেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিয়ারকে ত্বরান্বিত করার।
বিচ্ছেদের পর অনন্যা পুরনো স্বপ্নের কাছে ফিরে যাচ্ছেন। বিয়ের আগে স্বপ্ন ছিল সঙ্গীতশিল্পী হবেন। কিন্তু রুমিকে বিয়ে করার পর সেই স্বপ্ন পূরণ হতে দূরে সরে আসেন। দীর্ঘ বিরতির পর তিনি আবারও নতুন করে সঙ্গীত চর্চা শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখে বাজারে আসতে পারে তার প্রথম একক অ্যালবাম।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে অনন্যা বলেন, ছোটবেলা থেকেই গান করতাম। শিশুশিল্পী হিসেবে পুরস্কারও পেয়েছি। কিন্তু রুমির সঙ্গে বিয়ে হওয়ার পর গানের স্বপ্নটাকে চাপা দিতে হয়েছিল। এখন নতুন করে গানের চর্চা শুরু করেছি। একটি গানের অ্যালবাম নিয়ে কাজ করছি। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি।
অনন্যা আরও জানান, সব মিলিয়ে ৮টি গান থাকছে অ্যালবামে। এগুলো তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, হৃদয় খান, ইমরান, বেলাল খান, প্রীতম হাসান ও রাফি। অনন্যার সঙ্গে তিনটি গানে কণ্ঠ দিচ্ছেন প্রতীক, ইমরান ও বেলাল খান।
হঠাৎ করে অডিওপাড়ায় নাম লেখালেন কেন জানতে চাইলে অনন্যা বলেন, 'এটা আমার নতুন করে স্বপ্নযাত্রা। গানের মধ্য দিয়ে জীবনটাকে নতুন করে সাজাচ্ছি। নিয়মিত গানের চর্চা করছি।'
আজ শনিবার রাত ১১টায় এশিয়ান রেডিওতে গায়ক প্রতীক হাসানের সঙ্গে একটি আড্ডামূলক অনুষ্ঠানে থাকবেন অনন্যা। সেখানে জানাবেন তার নতুন এই পথ চলা সম্পর্কে অজানা আরও কিছু কথা।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৫/ রশিদা