বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ধারাবাহিক নাটকে অভিনয় করলেন। চ্যানেল আইয়ের 'শূন্য জীবন'-এ দেখা যাবে তাকে। এখানে তিনি অভিনয় করেছেন নিজের চরিত্রেই। তার অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হবে শিগগিরই। নারী উদ্যোক্তা কণা রেজার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। মৌসুমী বলেন, 'চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেই অভিনয় করেছি। এবারই প্রথম কোনো ধারাবাহিকে চিত্রনায়িকা মৌসুমী হিসেবে অভিনয় করেছি। বিষয়টি খুব আনন্দের।'
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-তে মৌসুমীকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়। চাষী নজরুল ইসলাম পরিচালিত 'দেবদাস' চলচ্চিত্রে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করে এই সম্মান অর্জন করেন তিনি। বর্তমানে দুটি চলচ্চিত্র নির্মাণ ও কয়েকটিতে অভিনয় করছেন তিনি। প্রতি বছর বিশেষ দিনে উৎসবের নাটকে অভিনয় করেন মৌসুমী। তাছাড়া কিছুদিন বিরতি দিয়ে বড় পর্দায় এখন নিয়মিত অভিনয় ও নির্মাণ করছেন মৌসুমী। ছোট পর্দার নাটকে নির্দেশনাও দেন তিনি। ১৯৯৬ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন এবং জনপ্রিয়তার সঙ্গে এখনো কাজ করে যাচ্ছেন।