ইউটিউবে প্রকাশিত হলো ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং নবাগত অভিনেত্রী মারজান জেনিফা অভিনীত বছরের আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’। ছবিতে আরিফিন শুভকে ধুন্দুমার এক অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা যাবে।
ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পারসেপচুয়াল পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’ এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, জাদু আজাদ ও রেবেকা। বিশেষ চরিত্রে আছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ।
এরআগে, গত ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়। চলতি বছরে মুক্তি পেতে পারে ‘মুসাফির’।
https://www.youtube.com/watch?v=5zjTBJfx9Mg
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৫/মাহবুব