চলচ্চিত্রই একজন অভিনয় শিল্পীর মূল ঠিকানা। তাই ছোট পর্দায় যারা অভিনয় করছেন, জনপ্রিয় হয়েছেন, তাদেরও মূল ইচ্ছা চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন অনেকে। তবে ছোট পর্দার অভিনেত্রীরা এ দিক থেকে এগিয়ে আছেন। দুএকজন অভিনেতা চেষ্টা করেছেন, অনেকে করছেনও, কিন্তু লাভ হচ্ছে না খুব একটা। বরং ছোট পর্দার অভিনেত্রীরা বড়পর্দায় নিয়মিত হওয়ার দৌড়ে আছেন। সফলও হচ্ছেন অনেকে। এ ক্ষেত্রে জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম উল্লেখযোগ্য।
জয়া আহসান চলচ্চিত্রে আসেন মোস্তফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' চলচ্চিত্রের মাধ্যমে। সেখানে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু বর্তমানে সে বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 'গেরিলা', 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী'র মতো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে অতীতের ছোট্ট চরিত্রে অভিনীত ছবিগুলোকে ভুলে যেতে চান। জয়া বড় পর্দায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য ছোট পর্দাকে বিদায় জানিয়েছেন। লড়াই করে যাচ্ছেন বড় পর্দায় টিকে থাকতে। গেরিলা ছবিতে তার অভিনয় প্রশংসিত হলেও 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী' ছবিতে হয়েছেন সমালোচিত। কারণ বেশির ভাগ দর্শকই বাণিজ্যিক ছবিতে জয়াকে বেমানান লেগেছে বলে মন্তব্য করেছেন। কিন্তু দর্শকের মন্তব্যে হয়তো কিছুই আসে যায় না জয়ার। তাই তিনি বাণিজ্যিক ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে আদা-জল খেয়ে নেমেছেন। আর তাই অভিনয় করছেন 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-টু' ছবিতে। এ ছাড়া তিনি এখন ওপার বাংলায় [কলকাতা] প্রতিষ্ঠা পেতে সেখানে পড়ে থাকছেন।
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও বড় পর্দায় নিয়মিত হওয়ার দৌড়ে আছেন। তিনি বর্তমানে অভিনয় করছেন 'মেন্টাল' শিরোনামের একটি ছবিতে। এতে তিনি অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে। এরই মধ্যে দর্শকের কাছে পৌঁছে গেছে এ ছবির বার্তা। আর দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাণিজ্যিক ছবিতে তিশাকে দেখার জন্য। বিভিন্ন সূত্রে খবর, তিশা যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, দর্শকের ভালো লাগবে বলেই গ্যারান্টি তাদের। তিশা এর আগে অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' ও 'টেলিভিশন'-এ। দুটো ছবিতেই তার অভিনয় দর্শকের মনে ধরেছে। তাই তিশার কাছ থেকে আরও একটি সুন্দর ছবির প্রত্যাশা সবার। তিশাও সেটি জানেন। তিনি বলেন, 'আমি আমার ভক্তদের কথা চিন্তা করেই ভালো ছবিতে অভিনয় করার চেষ্টা করছি। বর্তমানে অনেক প্রস্তাব আছে। কিন্তু ভালো লাগছে না দেখে রাজি হচ্ছি না।' তিনি আরও বলেন, 'যতদিন অভিনয় করব, আমার ভক্তদের কথা মাথায় রেখেই অভিনয় করে যাব।'
এদিকে ছোট পর্দার আরেক অভিনেত্রী জাকিয়া বারী মমও লড়াই করে যাচ্ছেন বড় পর্দায় প্রতিষ্ঠা পেতে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত 'ছুঁয়ে দিলে মন' ছবিটি। বলা যায়, ছবিটি ব্যাপকভাবে ব্যবসাসফল হয়েছে। আরেফিন শুভর সঙ্গে দর্শক তাকে বেশ গ্রহণ করেছে। মমর অভিনয়ও প্রশংসিত হয়েছে। তাই চলচ্চিত্রে স্থায়ী হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি। মম ক্যারিয়ারের শুরুতেই 'দারুচিনি দ্বীপ' ছবিতে অভিনয় করেছিলেন। এরপর তিনি আরও একটি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। শেষে 'ছুঁয়ে দিলে মন' দিয়ে বাজিমাৎ করেছেন। মম বলেন, 'আমার স্বপ্ন এখন শুধুই বড় পর্দা নিয়ে। নিয়মিত হতে চাই সেখানে। তবে একটু দেখে, ধীরে-সুস্থে এগিয়ে যেতে চাই। আশা করি, আমি পারব। সবাই যেভাবে সহযোগিতা করছে, না পারার কোনো কারণ নেই।'
অন্যদিকে অনেকদিন হলো বিদ্যা সিনহা মিম চেষ্টা করে যাচ্ছেন বড় পর্দায় নিয়মিত হতে। কিন্তু সফল হচ্ছেন না। তাই বলে চেষ্টা থামিয়েও দেননি তিনি। লড়াই করে যাচ্ছেন। মাঝে নাটকে অভিনয় করবেন না বলে চলচ্চিত্র নিয়েই থেকেছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে আবার নাটকমুখী হয়েছেন। সম্প্রতি মিম আবারও উঠে-পড়ে লেগেছেন বড় পর্দায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাই নাটকে আর অভিনয় করছেন না। কিন্তু এবার আর কোনো ঘোষণা দেননি। চুপ থেকেই লড়াই করছেন। তাই তাকে আগের থেকে বুদ্ধিদীপ্ত মনে হচ্ছে।
সম্প্রতি তিনি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ওপার বাংলার নায়ক সোহমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন। হাতে রয়েছে আরও কিছু চলচ্চিত্র। ধারণা করা হচ্ছে, এবারই হয়তো ঘুরবে মিমের ভাগ্য চাকা।