খুলনা থেকে আজই ফিরছেন?
হ্যাঁ, আজই [গতকাল] ফিরছি। কারণ কাল থেকে টানা তিনদিন শুটিং রয়েছে। 'মেন্টাল' ছবির শেষ লটের শুটিং শুরু হবে। এ নিয়েই ব্যস্ত থাকব।
পরপর তিনটি ছবি মুক্তি পেল আপনার। কেমন সাড়া পেলেন?
আবুল কালাম আজাদের 'হৃদয় দোলানো প্রেম', ইস্পাহানী আরিফ জাহানের 'গুণ্ড- দ্য টেরোরিস্ট' এবং মনতাজুর রহমান আকবরের 'বুঝেনা সে বুঝেনা' মুক্তি পেয়েছে। তিনটি ছবির জন্যই আমি প্রচুর সাড়া পেয়েছি। কারণ ছবি তিনটিতে আমার চরিত্রে ভিন্নতা ছিল। আমি সব সময়ই বলেছি যে, গল্পে এবং আমার চরিত্রে ভিন্নতা থাকলে আমি কাজ করব। তাই আমার চাওয়াকে প্রাধান্য দিয়েই তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি।
দেলোয়ার জাহান ঝন্টুর একটি চলচ্চিত্রে অভিনয় করছেন?
হ্যাঁ, ঝন্টু স্যারের নির্দেশনায় 'এপার ওপার' চলচ্চিত্রে অভিনয় করছি। এতে আমার বিপরীতে আছেন বাপ্পী চৌধুরী। 'এপার ওপার' নতুন গল্পের চলচ্চিত্র। আগের 'এপার ওপার'র সঙ্গে এর গল্পের কোনো মিল নেই। আমার সৌভাগ্য যে ঝন্টু স্যারের মতো গুণী একজন পরিচালকের চলচ্চিত্রে আমি কাজ করার সুযোগ পেয়েছি।
চলচ্চিত্রে আপনার আজ যে অবস্থান তা নিয়ে কী আপনি সন্তুষ্ট?
অবশ্যই সন্তুষ্ট। কারণ আমার মাত্র কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কিন্তু তাতেই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে তৃপ্ত আমি, মুগ্ধ আমি। আমি প্রযোজক, পরিচালক, শিল্পী-কলাকুশলী এবং দর্শকের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
আগে তো বিজ্ঞাপনেও আপনাকে দেখা যেত, কিন্তু এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। কারণ কি?
চলচ্চিত্রের কাজেই সময় দিতে হচ্ছে বেশি। যে কারণে বিজ্ঞাপনে সময় দেওয়া হয়ে ওঠে না। তবে ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব এলে সময় বের করার চেষ্টা করব।
আলী আফতাব