অভিনেতা মীর সাব্বির এখন গায়ক। কিন্তু বাস্তবে নয়, নাটকে। বর্তমানে তিনি অভিনয় করছেন 'গায়ক মোহাব্বত আলী' শিরোনামের একটি নাটকে। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র মোহাব্বত আলী রূপে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে আছেন অহনা। সোহেল রানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমাম রিপন। মীর সাব্বির বলেন, 'নাটকটির গল্প মূলত আমাকে কেন্দ্র করে। অভিনয় করে আনন্দ পেয়েছি। আশা করি ভালো লাগবে দর্শকের।'
মীর সাব্বির ঈদ উপলক্ষে বেশকিছু নাটকে অভিনয় করছেন। তিনি পাশাপাশি নির্মাণও করছেন।