চলতি মাসের ৮ তারিখ থেকে ইতালিতে শুরু হয় 'দ্য গালফ অব নেপলস্ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল'। ১০ মে শেষ হয়ে যাওয়া এ উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র 'গাড়িওয়ালা'। এ তথ্য জানিয়েছেন এ ছবির পরিচালক আশরাফ শিশির। তিনি বলেন, 'এ প্রতিযোগিতায় আমার ছবি ছাড়াও যুক্তরাষ্ট্র, হংকং, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও গ্রিসের চলচ্চিত্র মনোয়ন পেয়েছিল। তবে আমার ছবিটি পুরস্কার পায়।'
অন্যদিকে, 'গাড়িওয়ালা' ছবিটি কানাডার টরেন্টোতে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া'তে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিনেপ্লেঙ্ অডিওন করপোরেশনে প্রদর্শিত হবে। 'গাড়িওয়ালা' হলো দুই ভাই এবং তাদের মায়ের গল্প।