ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে আছেন আনুশকা শর্মা। সেই তিনিই যদি বলিউড থেকে বিদায় নিতে চান, তাহলে বিষয়টি কেমন হয়! না, বিদায় নিচ্ছেন সেটি নিশ্চিত নয়। তবে তিনি বলিউড ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।
গত বছর আনুশকার 'পিকে' ব্যাপক হিট হয়েছে। এরপর মুক্তি পায় 'এনএইচ ১০'। এ ছবিটিও দারুণ সফল। আর সম্প্রতি মুক্তি পেয়েছে 'বোম্বে ভেলভেট'। এ ছবিটিও দারুণ সাড়া জাগাবে বলে ধারণা সবার। সব মিলিয়ে বলিউডে দারুণ সময় পার করছেন তিনি। তাই তার বলিউড ছাড়ার ইঙ্গিত বেশ রহস্যময় হয়ে উঠেছে। 'আমি কোথাও খুব বেশি সময় ধরে নিজেকে দেখতে পারি না। এমনকি আগামী বছরই বলিউড ছেড়ে দিতে পারি আমি।' সম্প্রতি জুম টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলিউড ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন আনুশকা শর্মা।
আনুশকা আরও বলেন, 'পরিবার ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে আমি খুব বেশি জড়াই না।
তবে এ মুহূর্তে আমি আমার কাজের সঙ্গে জড়িয়ে আছি। কারণ কাজটাকে উপভোগ করছি আমি। যতদিন ভালো লাগবে ততদিন কাজ চালিয়ে যাব। ভালো লাগা ফুরিয়ে গেলে কাজ থামিয়ে দেব।'
এখন দেখার বিষয়, আসলেই কি ঘটে ভবিষ্যতে।