'আশিকি-২' মুভির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মুভিটিতে তার অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছে। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেত্রীও তিনি। এখন ব্যস্ত 'এ বি সি ডি-২' নামে একটি মুভির প্রচারণা নিয়ে। এতো ব্যস্ততার মাঝেও শ্রদ্ধা যোগ দিয়েছিলেন সম্প্রতি মুক্তি পাওয়া সুজিত সরকারের ‘পিকু’র ব্যবসায়িক সাফল্য পরবর্তী একটি পার্টিতে।
পার্টি থেকে ফিরে 'পিকু' এবং দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শ্রদ্ধা কাপুর। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে একথা ভক্তদের জানিয়েছেন এই অভিনেত্রী। শ্রদ্ধা টুইটারে দীপিকা সম্পর্কে লিখেন, 'সত্যিই তুমি অসাধারণ এবং মিষ্টি!'
অমিতাভ বচ্চন এবং দীপিকা অভিনীত 'পিকু' মুক্তি পেয়েছে ৮ মে।
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ