মুল ফোকাস অর্থাৎ চলচ্চিত্র থেকে সরে গিয়ে কান চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ যেন হয়ে উঠেছে জামাকাপড়ের ফ্যাশন। আর এ বিষয়টি নিয়ে খুবই বিরক্ত বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী নিজের এই ক্ষোভের কথা ব্যক্ত করেন।
সত্তরের দশকে কান চলচ্চিত্র উৎসবে 'নিশান্ত' নামে শাবানার একটি মুভি প্রদর্শিত হয়েছিল। এর স্মৃতিচারণ করে শাবানা বলেন, 'সে সময়ে আমাদের প্রত্যেকের কাছে মাত্র ৮ ডলার করে ছিল এবং প্রচারণার জন্য বাড়তি কিছু ছিল না।'
উৎসবস্থলে কাঞ্জিভারাম শাড়ি পরে স্মিতা পাটেল ও শাবানা আজমি সকাল আটটা থেকে বসে থাকতেন, আর কেউ যদি কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাতেন তখন তারা বলতেন, 'আপনারা দয়া করে আমাদের না, আমাদের সিনেমা দেখুন।'
উল্লেখ্য, ফ্রান্সের কান শহরে চলছে ৬৮তম কান চলচ্চিত্র উৎসব যেখানে অংশ নেওয়া অভিনেত্রী অভিনেত্রীদের ফ্যাশনই যেন মূল আকষর্ণের কেন্দ্র হয়ে উঠেছে।
বিডি-প্রতিদিন/১৭ মে ২০১৫/শরীফ