বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত আসন্ন মুক্তি প্রতিক্ষীত ছবি ‘এবিসিডি-২’ এর ট্র্যাক ‘শুন সাথিয়া’ মুক্তি পেলো ইউটিউবে। আর মুক্তির চারদিনের মধ্যেই সাড়ে বারো লাখেরও বেশী মানুষ দেখে ফেলেছে গানটি।
এরআগে, ছবিটির ‘বেজ়ুবা ফির সে’ গানটি মুক্তি পায়। সেটি এখনও পর্যন্ত প্রায় ৩১ লাখ দর্শক পেয়েছে। ধারণা করা হচ্ছে ‘শুন সাথিয়া’ শীঘ্রই আগের গানটির রেকর্ড ছাড়িয়ে যাবে।
এদিকে, ‘শুন সাথিয়া’র এমন সাফল্যের পর জনপ্রিয় অভিনেতা বরুণ ও শ্রদ্ধা টুইটারে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দর্শকরা গানগুলো এতো আগ্রহ নিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদও জানান ‘এবিসিডি-২’-এর এই তারকা জুটি।
গানটির ভিডিও দেখতে চাইলে নিচে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=WyFNSkaoUqo#t=12
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৫/মাহবুব