আগামী ২৩ মে থেকে বাংলাদেশসহ নয় দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হবে 'আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট'। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে এই প্রতিযোগিতার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। আর এতে কণ্ঠ দিয়েছেন চার তরুণ শিল্পী। তারা হলেন- কিশোর, জয় শাহরিয়ার, নিশিতা বড়ুয়া ও কোনাল। 'নেটে বলে জমবে লড়াই লাল-সবুজের আঙিনায়/আছি আমরা এক সাথে ভলিবলের এগিয়ে চলায়'- এমন কথার গানটি লিখেছেন সাইফ উদ্দিন ইমন। আর কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীত করেছেন কিশোর। তিনি বলেন, 'শুধু ক্রিকেট কিংবা ফুটবলই নয়, মানুষের পছন্দের তালিকায় ভলিবলও রয়েছে। আর ঢাকায় বসছে বিভিন্ন জাতির ভলিবল আসর। এমন একটি বড়মাপের আসরের থিম সং তৈরির সুযোগ পেয়ে ভালো লাগছে'। তিনি আরও বলেন, 'ভলিবল তারুণ্যের খেলা। তাই গানটি তৈরির সময় উচ্ছ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।'
জয় শাহরিয়ার বলেন, 'ভলিবল জনপ্রিয় করার উদ্যোগের সঙ্গে একাত্দতা প্রকাশ করছি। তাই এই আসরের একটি গানে কণ্ঠ দিতে পেরে দারুণ আনন্দ হচ্ছে। গানটি ভলিবলের গতিকে আরও বাড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।'
টুর্নামেন্টের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানে গানটির শিল্পীরা সরাসরি মঞ্চে থিম সংটি গেয়ে শোনাবেন বলে জানা গেছে আয়োজক সূত্রে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, উজবেকিস্তান, কাজাখিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, তুর্কমেনিস্তান ও তাজিকিস্তান। রাজধানীর বঙ্গবন্ধু ভলিবল স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।