গান আর আগের মতো কেউ কিনে শোনে না। ডাউনলোড করেই সবাই গান শুনছে। তাই পাইরেসির কবলে পড়ে সংগীতাঙ্গন প্রায় ধ্বংস। এ কারণে বিকল্প পথ খুঁজছেন শিল্পীরা। বিকল্প পথে অ্যালবাম বিক্রি করবেন আইয়ুব বাচ্চু। ব্যাপারটিকে বাচ্চুর গানের ডিজিটাল দোকানও বলা যায়। আগামী জুন থেকে গান নিয়ে মুঠোফোন সেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন 'মিউজিক প্লাটফর্ম' নামে গানের সংগ্রহশালা চালু করছে। এখান থেকে শ্রোতারা পছন্দমতো গান ডাউনলোড করে শুনতে পারবেন। এখান থেকেই প্রকাশ হবে আইয়ুব বাচ্চুর নতুন অ্যালবাম। জানা গেছে, মাত্র পাঁচ টাকার বিনিময়ে একটি গান ডাউনলোড করা যাবে। একটি আইপি অ্যাড্রেস থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করা যাবে। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল মাধ্যম অনলাইন ও মোবাইলফোনে গান প্রকাশের সিদ্ধান্ত নিচ্ছেন অনেক শিল্পী। আইয়ুব বাচ্চু বলেন, 'অনলাইনে গান প্রকাশ করার সঙ্গে আমি একমত। গ্রামীণফোনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অনলাইনে গান প্রকাশ করা হলে শ্রোতারা ঠিকমতো পয়সা দিয়ে গান শুনবে। এতে পাইরেসিও কমবে।'