কেমন আছেন?
খুব... খুউব ভালো আছি। অ্যাকশন জেসমিন ছবিটি নিয়ে যে প্রত্যাশা ছিল তা ব্যাটে-বলে মিলে গেছে।
বেশ মারদাঙ্গা চরিত্রে অভিনয় করেছেন। কমেডিও আছে...
এটি এক ধরনের নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর আগে প্রায় এক মাস মারপিটের অনুশীলন করেছি। এমনকি শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফাইট ডিরেক্টর জুম্মন ভাইয়ের কাছে টিপস নিয়েছি। আর কমেডি করেছি মনের আনন্দে। আসলে কাজটাকে খুব এনজয় করেছি। যা দর্শকরা এখন বড় পর্দায় উপভোগ করছেন।
কেমন সাড়া পাচ্ছেন?
ওই যে বললাম, প্রত্যাশা পূরণ হয়েছে। হলে গিয়ে দর্শক সারিতে বসে ছবিটি উপভোগ করেছি। তৎক্ষণাৎ প্রতিক্রিয়াও পেয়েছি তাদের। দর্শকদের এ ভালোবাসা ভুলবার নয়।
দর্শকরা কেন আপনার অ্যাকশন জেসমিন দেখছে?
আসলে বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যে ধরনের ধারাবাহিকতা চলছে তার কিছুটা ব্যত্যয় ঘটেছে এ ছবির মাধ্যমে। এখানে অ্যাকশনের পাশাপাশি বোনাস হিসেবে পাচ্ছে কমেডি। আরও রয়েছে মেলোড্রামা। এ ছাড়া দ্বৈত চরিত্রের অভিনয়কে দর্শকরা বরাবরই একটু বেশি পছন্দ করে।
মুক্তির আগে অনেকেই এ ছবির কাহিনী ও চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন, সে বিষয়ে কিছু বলবেন কি?
এখন আর সে বিষয়ে বলতে চাই না। তারা হয়তো কিছু ট্রেলার দেখে সমালোচনা করেছিলেন। ভারতের যে ছবিকে ঘিরে প্রশ্ন উঠেছিল তার সঙ্গে এ ছবির চিত্রায়ণ ও চিত্রনাট্যে অনেক পার্থক্য রয়েছে। তা ছাড়া আমরা কখনো বলিনি এটি একটি মৌলিক গল্প।
বর্তমানে আর কী নিয়ে ব্যস্ত?
ব্যস্ততা বেড়ে গেছে। তাই নিজের হোম প্রডাকশনের ছবি 'রক্ষা'র কাজ পিছিয়ে দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি দুজন নয়, জনপ্রিয় একজন নায়ককে নিয়ে কাজটি শুরু করব। এ ছাড়া সফিক হাসানের আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। সেই সঙ্গে ওপার বাংলার একটি ছবি নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে উঠব। বিক্রম চোপড়ার এ ছবিতে আরও রয়েছেন ইন্দ্রনীল ও আসমী আজিম।
নায়িকাদের ইঁদুর দৌড়ে কতটা এগোতে পারবেন বলে মনে হয়?
বরাবরই বলে এসেছি আমি সংখ্যায় নয়, গুণে বিশ্বাসী। চেষ্টা করেছি আগের চেয়ে বর্তমান ছবিতে আরও ভালো অভিনয় করতে। ঠিক তেমনি বর্তমানকে ছাপিয়ে ভবিষ্যতে আরও ভালো করতে চাই।