কান চলচ্চিত্র উৎসবে এখন তারকাদের মিলনমেলা। বিভিন্ন দেশের তারকারা একে অন্যের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন। ঠিক এমনই এক আড্ডায় ক্যামেরাবন্দী হলেন মেঙ্কিান অভিনেত্রী সালমা হায়েক এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দুই সুন্দরী যখন আড্ডা দিচ্ছিলেন, তখন সবার চোখ ছিল তাদের ওপর। চোখ না থেকেই বা উপায় কি! মহাসুন্দরী বলে কথা।
কানের লালগালিচায় হাঁটার একদিন আগেই দেখা দিয়েছেন ঐশ্বরিয়া। উৎসবের অংশ হিসেবে আয়োজিত ভ্যারাইটি ম্যাগাজিনের 'হিফরশি' শীর্ষক নারী-পুরুষ সমতা শীর্ষক আলোচনায় অংশ নিয়েছেন তিনি। এখানে পরার জন্য প্রাক্তন এই বিশ্বসুন্দরী বেছে নেন সব্যসাচী মুখার্জি ডিজাইন করা শাড়ি। ঠোঁট রাঙানো ছিল গাঢ় লাল লিপস্টিকে।
এ অনুষ্ঠানেই মেঙ্কিান অভিনেত্রী সালমা হায়েকের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন অ্যাশ। আলোচনায় আরও ছিলেন প্রতিযোগিতা বিভাগের ছবি 'ক্যারল'-এর প্রযোজক ক্রিস্টিন ভ্যাশন ও এলিজাবেথ কার্লসেন। এখানে সভাপতিত্ব করেন ভ্যারাইটির প্রধান সম্পাদক ক্লডিয়া এলার।
লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে ১৫ মে কানে এসেছেন ঐশ্বরিয়া। এবার তিনি নিয়ে এসেছেন কন্যা আরাধ্যকে। এ নিয়ে চতুর্দশবারের মতো লালগালিচায় দেখা যাবে তাকে।