বলিউড অভিনেত্রী সোনম কাপুর শুধু অভিনয়েই মনোযোগী নন, ফ্যাশনেও তিনি বেশ চটপটে। আর কান উৎসবে যদি তিনি পা রাখেন তবে ফ্যাশন বেড়ে যায় বহুগুণে। দেখিয়েছেন ঝলকও। মাত্র পাঁচ ঘণ্টায় তিনবার রূপ বদলেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পোশাক থেকে শুরু করে মুখের সাজ- একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। মনে হচ্ছে কানের জন্য ক্লান্তি নেই তার!
লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে সমুদ্রতীরবর্তী শহর কানে এসেছেন সোনম। শনিবার প্রতিষ্ঠানটির মোবাইল অ্যাপ প্রকাশনার অনুষ্ঠানে তিনি পরে গেছেন রালফ অ্যান্ড রুশোর তৈরি নীল রঙা গাউন। আগে আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা শাড়িতে তাকে দেখা গেছে সংবাদ সম্মেলনে। ১৬ মে দিনের শুরুটা করেছিলেন উলিয়ানা সারগিঙ্কোর পোশাক গায়ে জড়িয়ে। অবশ্য লালগালিচায় পা রাখার আগে একটু সময় নিয়ে তৈরি হয়েছেন তিনি। তাকে সহযোগিতা করেছে ছয়-সাতজনের একটি দল।
একই দিন কানের লালগালিচায়ও হেঁটেছেন সোনম। এ নিয়ে পঞ্চমবারের মতো এখানে দেখা গেল তাকে।