আশির দশক থেকে টানা দু’দশক অভিনয়ের দক্ষতা আর নাচ দিয়ে পুরো বলিউড মাতিয়ে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। হৃদয়ে কাঁপন ধরানো এই অভিনেত্রীর সঙ্গে নাচের তালে পা মেলাতে চান না এরকম মানুষ বোধ হয় খুব কমই আছেন। সম্প্রতি জনপ্রিয় এই অভিনেত্রী একটি মোবাইল অ্যাপ চালু করেছেন যার মাধ্যমে ভক্তরা মাধুরীর নাচ শিখতে পারবেন।
জানা গেছে, মাধুরীর উন্মোচন করা এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভক্তরা তার কাছ থেকে খুব সহজে ঘরে বসে নাচ শেখার সুযোগ পাবেন। অ্যাপটির মাধ্যমে মাধুরীর কাছ থেকে নাচ শেখার কৌশল এখন ভক্তদের আঙ্গুলের ডগায় চলে এসেছে।
অ্যাপসটি উন্মোচনের সময় মাধুরীর পাশে ছিলেন তার নাচের গুরু সরোজ খান। আরো উপস্থিত ছিলেন জ্যাকি শ্রফ, সুভাষ ঘাই, টেরেন্স লুইস ও তার স্বামী শ্রীরাম নেনেসহ আরো অনেকে। মাধুরী মোবাইল অ্যাপসের মাধ্যমে শুধু নাচ শেখার তালিমই নয়, শরীর ফিট রাখার নানা উপায়ও জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৮ মে ২০১৫/শরীফ