বলিউডে একের পর এক ছবি হিট উপহার দিলেও এখন বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী সাবেক পর্নস্টার সানি লিওন। অশ্লীলতার অভিযোগ এনে ইতিমধ্যে সানির বিরুদ্ধে দেশটির একটি হিন্দুবাদী সংগঠন ও অঞ্জলী পালান নামের এক গৃহবধূ মামলা করেছেন। এসব মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারে আলোচিত-সমালোচিত এই অভিনেত্রীর।
এদিকে, মামলার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে এরইমধ্যে আইনজীবীরা নিয়োগ দিয়েছেন সানি লিওন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনি বলেন, ‘আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা আশা করছি এটা এমন কিছুই নয়। এর জন্য জেলে যেতে হবে বলে মনে করি না। আদালতের প্রতি আমাদের আস্থা আছে।
গহবধূ অঞ্জলী পালান মামলায় সানিকে ভারত ছাড়ার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সানি লিওন অনলাইনে অশ্লীল ছবি পোস্ট করছেন যা সমাজে বাজে প্রভাব ফেলছে। নিজের ওয়েবসাইট ‘সানি লিওনি ডটকম’-এর মাধ্যমে অশ্লীলতা প্রচার করছেন সানি।
প্রসঙ্গত, তথ্য ও প্রযুক্তি আইনের আওতায় এই মামলাটি এখন ভারতীয় পুলিশের সাইবার সেলে রয়েছে। আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে সানি লিওনের পাঁচ বছরের জেল ও ১০ লাখ রুপি জরিমানা হতে পারে।
বিডি-প্রতিদিন/১৮ মে, ২০১৫/মাহবুব