অসম্ভবকে সম্ভব করার নায়ক অনন্ত জলিল এবার চলচ্চিত্রে নতুন মুখ উপহার দেবেন। এজন্য টেলেন্ট হান্ট কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন তিনি। তার আবিষ্কার করা শিল্পীরা দেশীয় চলচ্চিত্রের শিল্পী সংকট মোচনে ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা। চলচ্চিত্র জীবনের শুরু থেকেই একের পর এক সুদূরপ্রসারী ও বিশ্বমানের আয়োজনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পকে পূর্ণতা দিয়ে আসছেন এই চলচ্চিত্রকার। চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়ে দেশে বিদেশে সম্মান কুড়িয়েছেন অনন্ত। টেলেন্ট হান্টের মাধ্যমে চলচ্চিত্রকে আরেক ধাপ উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তিনি। তার আবিষ্কৃত শিল্পীরা প্রথমেই অভিনয় করবেন তারই চলচ্চিত্র 'দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক'-এ। এ অয়োজনের টেলিকম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ছবিটির জন্য ২২ জন শিল্পী নির্বাচন করা হবে। প্রবাসীরাও এই আয়োজনে অংশ নিতে পারবে। তারা ছবিতে অনন্ত-বর্ষার সঙ্গে অভিনয় করবে। আগ্রহীরা অডিশনের জন্য রবি সংযোগে ২৮৭৭৭০১ নম্বরে এসএমএস অথবা সরাসরি কল করে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন ২০ মে থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে। ২৫ জুলাই থেকে ২৫ আগস্ট বিভাগীয় শহরে অডিশন শেষে নির্বাচিত ৩০০ জন ঢাকায় গালা রাউন্ডে অংশ নেবে। সেখান থেকে ২২ জনকে চূড়ান্ত করা হবে।