'স্টেটমেন্ট' নামটা শুনলেই মনে হয় ভিন্ন কিছু কথা। তবে এ কথা বা তথ্য থাকছে নাঈম ও মম অভিনীত একটি খণ্ড নাটকে। কামরুজ্জামানের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুজাক্কির আদি। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। অন্যান্য চরিত্রে রয়েছেন মুনিরা মিঠু, ইভান, প্রমি প্রমুখ। গল্পে দেখা যাবে অনিকের কথা শুনে কখনো রিয়া হাসছেন আবার কখনো চুপ করে আছেন। কিন্তু রিয়ার সম্পর্ক ছিল তো আবিরের সঙ্গে। রিয়ার জীবনে হঠাৎ শুরু হয় নতুন ঝামেলা। জীবনের তাগিদে রিয়া নতুন করে সংগ্রাম শুরু করে। তারপর ঘটে নানা ঘটনা।
এখানে রিয়া চরিত্রে মম, অনিক চরিত্রে নাঈমকে অভিনয় করতে দেখা যাবে। নির্মাতা বলেন, বন্ধুত্ব, প্রেম ও জীবনের সংগ্রামের গল্পঘেরা এ গল্পটি দর্শকরা পছন্দ করবেন।