আলোচিত অভিনেতা-অভিনেত্রীদের প্রায় সবাই হয়ত এ প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন- তারকা না হলে অন্য কোন পেশা বেছে নিতেন?
'টোয়ালাইট'খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়াটকেও এ প্রশ্নের উত্তর দিতে হয়েছে।
আর উত্তরে তিনি রাঁধুনী হওয়ার কথা বলেছেন।
একটি ম্যাগাজিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন- 'যদিও এ ধরনের বিষয় অতি কল্পনা হয়ে যায়, তবে আমার জীবনে রাঁধুনী হওয়ার শখ ছিল। যদি অভিনেত্রী না হতাম, তাহলে অবশ্যই রাঁধুনী হয়ে খাদ্য সরবরাহ করার পেশাকেই বেছে নিতাম।'
কারণ রান্নার প্রতি দুর্বলতা আমার প্রবল। ভালো রাঁধতেও পারি।