বলিউডের অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনের বিরুদ্ধে নিজের ওয়েবসাইটের মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটিয়ে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংসের অভিযোগে এফআইআর দায়ের করেছেন অঞ্জলি পালান নামের এক নারী। সানির ওয়েবসাইটে আপত্তিকর কনটেন্ট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। শুধু সানি নন, যারা তার ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তোলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন অঞ্জলি পালান। এ কারণে সানিসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরটি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯২এ এবং ২৯৪ ধারা, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৭ ধারা, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অব ওমেন অ্যাক্টের ৩ ও ৪ ধারায় সানির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড কিংবা ১০ লাখ রুপি জরিমানা কিংবা উভয় দণ্ড পেতে পারেন সানি লিওন। সানির বিরুদ্ধে দায়ের করা এফআইআর সম্পর্কে সংশ্লিষ্ট থানা-পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক সুনীল শিবাকর বলেন, 'এফআইআরটি নিবন্ধন করা হয়েছে। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আপত্তিকর বিষয় পেয়েছি।'
পুলিশের যুগ্ম কমিশনার ভিভি লক্ষ্মীনারায়ণ বলেন, 'এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা এফআইআরটি স্থানীয় পুলিশের কাছ থেকে সাইবার সেলে স্থানান্তর করেছি। পুলিশের সাইবার সেল আগে নিশ্চিত হবে, কারা এই ওয়েবসাইট চালাচ্ছে। সাইবার সেল আইনগত অন্যান্য দিকও দেখবে। পরবর্তী তদন্ত কাজও চালাবে সাইবার সেল।'