সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ইংরেজির শিক্ষার্থী মিরা রাজপুতকেই বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। এতদিন অালাদা আলাদা ছবি প্রকাশ পেলেও এবারই প্রথম তাদের দুজনকে একই ফ্রেমে দেখা গেছে। ধারণা করা হচ্ছে দিল্লির বাসিন্দা মিরাকে দেখতে গিয়েই হবু বউয়ের সঙ্গে ছবিটি তুলেছেন শহীদ। আগামী মাসেই মহা ধূমধাম করে তারা বিয়ের পিঁড়িতে বসছেন। এ খবরে শহীদের ভক্ত অনেক নারী হৃদয়ের নিশ্চিতভাবেই হৃদয় ভাঙবে।
চলতি বছরের জানুয়ারি থেকেই প্রথম শহীদ কাপুরের সঙ্গে মিরার বিয়ের খবর চাউর হচ্ছিল। তবে শহীদ এ খবর পুরো ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার আর নিশ্চয় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। মিরা-শহীদের বিয়েটা দেশে নয়, গ্রীসে হবে বলে শোনা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৫/শরীফ