এ সময়ের হিট দীপিকা। বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন। সামনে যা নিয়ে আসছেন সেগুলোও যে ব্লকবাস্টারের তালিকায় স্থান করে নেবে তাতে অনেকেরই কোনো সন্দেহ নেই। ক্যারিয়ার নিয়ে দারুণ ব্যস্ত থাকলেও বেশ সময় কাটাচ্ছেন প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে। বিয়ের প্রসঙ্গ উঠলে জানান, এত দ্রুত বিয়ের বাঁধনে জড়াতে প্রস্তুত নন তিনি। বিয়ের বাঁধন খুবই শক্ত। একবার জড়ালে আর বেরোনো যায় না। তাই বিয়ে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই তার।
এই লাস্যময়ী জানান, ক্যারিয়ার একটি ভিন্ন বিষয়। আর একজন মানুষের সঙ্গে সারাজীবনের জন্য সংসারে থিতু হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বিয়ের বিষয়টি সম্পূর্ণ আলাদা চিন্তা এবং অনুভূতির বিষয়। এ মানসিকতা যখন আসবে তখন তা বোঝা যাবে। আমি এখন এর জন্য প্রস্তুত নই।
২৯ বছর বয়সী এই তারকা আরও জানান, খুব ব্যস্ততা নিয়ে বিয়ের কাজ সারতে হবে এমন কোনো কথা নেই। গোটা জীবনের বিষয়টি রয়ে সয়ে করতে চাই। আর সঠিক মানুষটিকে পাওয়ার পরই সঠিক সময়ে অপেক্ষায় থাকতে হবে।
দীপিকা এখন ব্যস্ত 'বাজিরাও মাস্তানি' ছবিটি নিয়ে। প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন রণবীর।