প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের চারটি মিউজিক ভিডিও। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ইতিমধ্যে দুটি গানের দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। এগুলো হচ্ছে- 'আমার তুমি ছাড়া কেউ নেই আর' এবং 'কিছুই নাকি দেইনি তোমায়'। গানগুলোর ভিডিও পরিচালনা করেন দীপু ও ফরহাদ। তাছাড়া খুব শিগগিরই 'মেঘলা মেয়ে' এবং 'তুমি ছাড়া কে আছে' গান দুটির দৃশ্যধারণ করা হবে।
বিশ্বজিৎ বলেন, 'দুটি গানের ভিডিও নির্মাণ করলাম। কিছুদিনের মধ্যেই বাকি দুটি গানেরও ভিডিও নির্মাণ করব। যুক্তরাষ্ট্রে এবারকার সফরেই চারটি গানের দৃশ্য ধারণ করতাম। কিন্তু সময়-সুযোগের অভাবে কাজগুলো করতে পারিনি। কিছুদিনের মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ওই সময় বাকি দুটি গানের কাজ শেষ করব। আসন্ন ঈদে ৪টি গানই একসঙ্গে বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশিত হবে।' এদিকে সম্প্রতি কলকাতায় জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে কুমার বিশ্বজিতের পুরনো গানের একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর নাম 'এক অভিধানে তুমি আমি'। এতে ১২টি জনপ্রিয় গান স্থান পেয়েছে।