বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন শিল্পপতি সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান। তিনি বাংলাভিশনের প্রতিষ্ঠার সময় থেকেই অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অন্যদিকে রপ্তানিতে বিশেষ অবদান রাখার জন্য ২০১০ ও ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনি সিআইপি মর্যাদা পেয়েছেন।
বাংলাভিশনের নতুন এই ব্যবস্থাপনা পরিচালক জানান, তিনি চ্যানেলটির মানের দিকে বিশেষ নজর দেবেন। বাংলাভিশন জনপ্রিয় চ্যানেল। তাই জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখে আরও উৎকর্ষ সাধনে বিশেষ মনোযোগ দেবেন।
মুখ খুললেন সালমান
শোবিজ ডেস্ক
গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ৬ মে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। তবে এখন পর্যন্ত জেলের চার দেয়ালের ভিতর যেতে হয়নি তাকে। জামিনে মুক্তি পেয়ে 'বজরঙ্গি ভাইজান' ছবির শুটিং করছেন তিনি। শাস্তির বিষয়ে এতদিন চুপ ছিলেন সালমান। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসমক্ষে মুখ খুললেন তিনি। জানালেন, মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য তিনি নন। দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সালমান। তিনি বলেন, 'সারা বিশ্বে অনেক কিছুই ঘটছে। তার তুলনায় আমার সমস্যাগুলো একেবারেই নগণ্য।'
'বজরঙ্গি ভাইজান' ছবির শুটিংয়েই এখন মনোযোগী সালমান।