প্রবাদপ্রতিম মধুকণ্ঠী নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মাননা ‘বঙ্গ বিভূষণ’ প্রদান করা হচ্ছে। ভারতের দক্ষিণ কলকাতার সাউদার্ন এভিনিউয়ে রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ পদক প্রদান করবেন। শিল্পীর পরিবারের একজন সদস্য এ মরণোত্তর পদক গ্রহণ করবেন।
ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ফিরোজা বেগমকে সম্মান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফিরোজা বেগম গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকায় মারা যান।
বিডি-প্রতিদিন/ ২০ মে, ২০১৫/ রশিদা