'এমন কী জাদু জানেন সালমান খান, যার বদৌলতে স্রেফ ৩ ঘণ্টায় জামিন পেয়ে যান? অথচ বিনা বিচারে গত ২০ মাস ধরে আমি জেলে আছি। আমার জামিনের আবেদনে নিশ্চয়ই কোথাও বানানে ভুল ছিল।' বলিউড তারকা সালমান খানের অন্তর্বর্তী জামিনের আদেশে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রভাবশালী ধর্মগুরু আশারাম বাপু।
মদ্যপান অবস্থায় ফুটপথবাসীর ওপর গাড়ি চালিয়ে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সালমানকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন হাইকোর্ট। এরপর তড়িঘড়ি অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তার আইজীবী। মাত্র তিন ঘণ্টার মধ্যে হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেন। ফলে সাজা ঘোষণার পর এক মিনিটও তাকে জেলের ভেতর কাটাতে হয়নি।
অন্যদিকে, ধর্ষণ, যৌন হেনস্থা, জোর করে আটকে রাখা এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন আশারাম বাপু। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়নি। আশারাম ভক্তদের দাবি, এ ব্যাপারে আইনি প্রক্রিয়ায় ইচ্ছাকৃত সময় নেওয়া হচ্ছে। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে তাকে হাজতে রাখার ষড়যন্ত্রের ফলেই বিচার ব্যবস্থায় এই ঢিলেমি দেখা দিয়েছে। সালমান খান দ্রুত জামিন পেয়ে যাওয়ার পর তাদের ক্ষোভের মাত্রা বেড়েছে। এ ব্যাপারে আশারাম নিজেও তার ক্ষোভ গোপন করেননি। সম্প্রতি তিনি গণমাধ্যমে জানান, কোন জাদুবলে কোর্টে চটজলদি জামিন পাওয়া যায়, সেই বিদ্যা এবার বলিউড অভিনেতার কাছ থেকে শিখতে হবে। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ২০ মে, ২০১৫ইং/ রোকেয়া।