চলে গেলেন 'কিউ কি সাস ভি কাভি বহু থি'-র 'বা' ওরফে সুধা শিবপুরী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মৃত্যু হয় তার।
আজ বুধবার ওষিওয়াড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মাত্র ৮ বছর বয়য়ে অভিনয় শুরু করেন সুধা শিবপুরী। কিন্তু কিউ কি... ধারাবাহিকে বা হিসেবে যে জনপ্রিয়তা ও দর্শকের ভালবাসা পেয়েছিলেন সুধা তা ছিল আকাশ ছোঁয়া। কতজনই বা তাঁকে সুধা নামে চিনতেন।
২০০০ সালে কিউকি সাস ভি কভি বহু থি-খ্যাত 'বা' সুধা শিবপুরী ১৯৬৮ সালে ওম শিবপুরীকে বিয়ে করেন। এই দম্পতির একটি থিয়েটার দল ছিল। আচ্ছে আধুরে, তুঘলঘ, খামোশ-আদালত জারি হ্যায়-র মতো একাধিক নাটক মঞ্চস্থ করেছে এই দল।