বলিউডের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে আরো একবার আকর্ষণীয়ভাবে নিজেকে ধরা দিলেন। দীর্ঘ বিরতির পর ১৯ মে তার নতুন সিনেমা 'জাজবা'র প্রথম পোস্টার উন্মোচন উপলক্ষে দেখা দিলেন তিনি।
এই দিন অস্কার ডি লা রেন্টার নকশা করা মেরুন রঙের গাউনে জড়িয়ে অ্যাশ যেন আরো আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। একপাশে ছড়িয়ে ছিল তার চুল আর গাউনের রঙের সঙ্গে মিলিয়েই ঠোঁটে লিপস্টিক লাগিয়েছিলেন অ্যাশ। ঐশ্বরিয়া রাই বচ্চনকে তার 'জাজবা' সিনেমার নির্মাতা সঞ্জয় গুপ্তের সঙ্গে দেখা যায়। সিনেমায় অ্যাশ একজন উকিলের ভূমিকায় অভিনয় করেছেন।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৫/শরীফ