মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি 'নো ল্যান্ডস ম্যান' নিয়ে জল্পনা-কল্পনা চলছিল অনেকদিন ধরে। জল্পনা-কল্পনার বিষয় ছিল তার ছবির প্রধান অভিনয়শিল্পী নিয়ে। নানাভাবে খবর ছড়িয়েছে বলিউডের নতুন আলোচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিক তার ছবিতে অভিনয় করছেন। কিন্তু ফারুকী কখনোই মুখ খুলেননি। একেবারেই শক্ত কুলুপ এঁটে ছিলেন। তবে সম্প্রতি ভারতীয় মিডিয়ায় ব্যাপারটি নিয়ে ব্যাপক হৈচৈ দেখা যাচ্ছে। বিশেষ করে টাইমস অব ইন্ডিয়া উঠেপড়ে নেমেছে খবরটি বের করতে। তারা ফারুকী থেকে শুরু করে নওয়াজউদ্দিন পর্যন্ত ফোনালাপ চালিয়েছে। কিন্তু স্বার্থকতা আলামত পর্যন্তই, শতভাগ নিশ্চিত হয়ে কিছুই প্রকাশ করতে পারেনি। বাংলাদেশ প্রতিদিনও তাই 'আলামত' নিয়ে বিস্তর খোঁজখবর নিয়েছে। ফারুকীর সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ চালিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইনিয়ে-বিনিয়ে তিনি বিভিন্ন কথা বলে পাশ কাঁটিয়ে যাচ্ছেন। আসল তথ্যের ব্যাপারে একেবারেই চুপ। তাই সরাসরি গিয়ে তার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করা হলো। এবারও তিনি চুপ, মুখে রহস্যময় হাসি। বাধ্য হয়ে তাকে বিকল্প পন্থায় ধরা হলো- 'আপনি কি নীরবতাই সম্মতির লক্ষণ কথাটার উদাহরণ হতে চাচ্ছেন?'
ফারুকীর উত্তর নেই। হাসি আরও রহস্যময় হলো। অবশেষে তিনি বললেন, 'নওয়াজ খুব ভালো অভিনেতা। তার অভিনয় দারুণ লাগে। আমাদের মধ্যে দোস্তিও রয়েছে। দেখা যাক কী হয়! কাস্ট করলেও করতে পারি।'
এদিকে বাংলাদেশ প্রতিদিনের কাছে নিশ্চিত তথ্য রয়েছে, নওয়াজউদ্দিনই ফারুকীর ছবির প্রধান অভিনেতা। তিনি ছবির পাণ্ডুলিপিও পড়েছেন। পড়ে মুগ্ধ হয়েছেন। ফারুকীর ছবিতে নিজ থেকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, ফারুকী-নওয়াজউদ্দিনের আড্ডার একটি ছবিও সংগ্রহে আছে। সবকিছু জানিয়ে, ছবি দেখিয়ে ফারুকীকে ছাই দিয়ে চেপে ধরা হলো। এবার আর তিনি ফঁসকাতে পারলেন না। সত্যিটাই বললেন- 'বিষয়টি পুরোপুরি চূড়ান্ত নয়। কারণ চুক্তি হয়নি। চুক্তি হওয়ার আগে জোর গলায় কিছু বলা যায় না। তবে কেন জানি মনে হচ্ছে, যাহা রটে তাহার কিছুটা হলেও বটে কথাটি মিথ্যে প্রমাণিত হবে না।'
বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি হে! অর্থাৎ ফারুকীর নতুন ছবিতে নওয়াজউদ্দিনকেই দেখতে পাবেন দর্শক।
বাংলাদেশ প্রতিদিন শুধু ফারুকী পর্যন্তই গিয়ে থেমে থাকেনি। যোগাযোগ করা হয়েছে নওয়াজউদ্দিনের সঙ্গেও। তিনি এখন ভারতের কাশ্মীরে সালমান খানের সঙ্গে 'বজরঙ্গী ভাইজান' ছবির শুটিং করছেন। এ ছাড়া গতকাল তিনি বাবা হয়েছেন। একইদিনে নিজের জন্মদিনও ছিল। তাই ব্যস্ততার কারণে বিস্তারিত কথা বলতে পারেননি। কিন্তু খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বলেছেন, 'ফারুকীর ছবিতে আমি অভিনয় করছি। তার নির্মাণ ভাবনা এবং গল্পই আমাকে রাজি করিয়েছে।' ফারুকী চলতি বছরের শেষে কলকাতায় ছবির শুটিং শুরু করবেন। আর এ ছবিতে আরও একটি চমক রয়েছে। একজন হলিউড অভিনেত্রীকে ফারুকী নওয়াজউদ্দিনের সহশিল্পী হিসেবে নিচ্ছেন। কিন্তু তিনি কে? ফারুকীর সামনে বন্দুক ধরেও এই তথ্য বের করা যায়নি। কিন্তু অভিনেত্রীর নাম উদ্ধারের মিশন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। অপেক্ষায় থাকুন প্রিয় পাঠক।